ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বাসচাপায় ট্রলিচালক নিহত

বিশেষ প্রতিবেদন,বরিশাল:

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী টমটম ট্রলিচালক নিহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার মাছরং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান।

নিহত মো. নাসির উদ্দিন (৪০) স্বরুপকাঠি উপজেলার অলংকারকাঠি ইউনিয়নের কুনিয়ারি গ্রামের বাসিন্দা আব্দুল গাফ্ফারের ছেলে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে স্বরূপকাঠিগামী সাকুরা পরিবহনের বাস তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, ঘটনার পর বাসচালক, হেলপারসহ সুপারভাইজার পালিয়েছে। বাস আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতরে ফুফাতো ভাই মো. মহিবুল্ল্যাহ জানান, নাসিরউদ্দিন টমটম ট্রলিচালক। বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গাব্রিজ এলাকায় থাকতেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি কুনিয়ারী গ্রামের উদ্দেশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।