ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজারে ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোঃ হোসাইন এর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দৈনিক ডেসটিনি পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ মার্চ) শহরতলীর বশির আহমদ হাজারীর বাড়িতে ইফতারের পূর্ব আলোচনায় বশির আহমদ হাজারীর সভাপতিত্বে অতিথি ছিলেন দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জ্বামান, দৈনিক ডেসটিনির শ্রীমঙ্গল প্রতিনিধি গ্রাম ডাক্তার রাধাকান্ত দাস, দৈনিক বুলেটিন জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী, সমাজ সেবক শ্যামল চক্রবর্তী, পান্না পাল, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক, মাহাধীন আহমেদ, মাহীন, আবীর।

 

এসময় ডেসটিনি ২০০০ লিঃ মৌলভীবাজারের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মোনাজাতে দেশ-জাতি এবং ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোঃ হোসাইন এর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।