ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার আটঘরিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো যুবকের

পাবনা প্রতিনিধি:

মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল আলী হোসেন (২০) নামের এক যুবকের। এসময় আহত হয়েছে আরো দুইজন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী হোসেন আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮ নং ওয়ার্ডের মোঃ মোখলেসুর রহমানের ছেলে।

 

এলাকাবাসী জানায়, আলী হোসেন, অন্তু ও রিজভী তিন বন্ধু গভীর রাতে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। এ সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আলী হোসেনকে অসংখ্যজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

 

আটঘরিয়া থানার (ওসি) হাদিউল ইসলাম জানান, বেপোরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।