ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁও বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে গ্রোথ সেন্টার মার্কেটের ভিত্তিস্থাপন

এম আবুহেনা সাগর, ঈদগাঁও:

গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজারের ঈদগাঁও মাছ বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে চার তলা ফাউন্ডেশনের দুইতলার গ্রোথ সেন্টার মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

২৬ জুলাই (বুধবার) রাতে বাজার এলাকায় নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। পরে মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর পরিচালনায় এতে বক্তব্যে রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ, সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমুসহ অনেকে।

অনুষ্ঠানে রাজনীতিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ী অংশ নেন।

উল্লেখ্য, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দীর্ঘ তিন বছরের প্রচেষ্টা ও ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে বহুল প্রতীক্ষিত এই মার্কেট ভবন স্থাপন করা হচ্ছে। এটির ফলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪