ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৪ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট টাউন কামিল মাদরাসার পুরাতন ক্যাম্পাসে অধ্যক্ষ মাওঃ মুফতি মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

 

সেন্টারের প্রধান ক্বারী মাওঃ সিরাজুল ইসলাম মাসুকের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চ্যারিটি কো-অডিনেটর কমিউনিটি লিডার ও মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ মকিস মনসুর।

 

ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওঃ মোঃ আমিনুল ইসলাম, অনার্স বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোঃ আব্দুল আলীম, সমাজ সেবক এমদাদুর রহমান রেনু, জয়নাল আবেদীন, গোলাম রাব্বানী চৌধুরী, মাওঃ মোঃ ওয়াহিদুজ্জামান তালুকদার।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার শিক্ষক হযরত মাওঃ মোঃ আব্দুল জব্বার, অফিস প্রধান মাওঃ মোঃ আব্দুস শহীদ, মাওঃ লোকমান খান নবীন, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ মোঃ আশরাফুল আলম, রুবেল আহমেদ, মাফিক আহমদ রাফি প্রমুখ।