ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০০ ফিট ওপরে ঝুলেছিল বিদ্যুৎস্পৃষ্ট ২ শ্রমিক

রাউজান প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে সঞ্চালন লাইনে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জেমিয়ার ঘাটার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে এ ঘটনা ঘটে। সেখানে তারা পল্লী বিদ্যুতের ৪০০ কেভির একটি সঞ্চালন লাইনে কাজ করছিলেন।

 

আহতরা হলেন, রাব্বি (২০) রাকিব (২৫)। তাদের বাড়ি নড়াইলে। কাজ করতেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে।স্থানীয় লোকজন জানিয়েছে, বিকেল ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড়-দুইশো ফিট ওপরে ঝুলে ছিলেন তারা। পরে প্রত্যক্ষদর্শী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মিলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-২ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান চৌধুরী বলেন, আমাদের পল্লী বিদ্যুতের কেউ আহত হয়নি। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিভি) কর্তৃপক্ষ কাজ করার সময় দুইজন আহত হয়েছে বলে শুনেছি। এদিকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জেনারেল ম্যানে জার মোহাম্মদ সরওয়ার জাহানের নম্বরে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।