ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মনারুল কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে প্রথম আবছার

মোহাম্মদ আবদুল্লাহ ছিদ্দিকী, কক্সবাজার :

মনারুল কোরআন মাদ্রাসা, কক্সবাজার আয়োজিত ৫ম তাফসিরুল কোরআন প্রতিযোগিতায় ১নং স্থান অধিকার করেছেন রামুর কৃতি সন্তান, পটিয়া মাদ্রাসার উলুমে হাদিস বিভাগ তথা হাদিস গবেষণা ডিপার্টমেন্টের ছাত্র মাওঃ নুরুল আবছার।

 

উল্লেখ্য, নুরুল আবছার গত বছর ৪র্থ তাফসিরুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এছাড়া ৩য় তাফসিরুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি।

 

মাওলানা নুরুল আবছার ২০২৩ সালে হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস / মাস্টার্স পরিক্ষায় ২০ হাজার পরিক্ষার্থীর মধ্যে ৫ম স্থান অধিকার করেছিলেন এবংপুরা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন।এছাড়া হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসে প্রথম স্থান অধিকার করেছেন ২০২৩ সালে। অপরদিকে পটিয়া মাদ্রাসায়ও প্রথম স্থান অধিকার করেছেন ২০২৪ সালে।

 

তিনি নুরানি থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটি ক্লাসে ১ম স্থান অধিকার করেছেন। ২০২২ সালে মেশকাত জমাতে ইত্তেহাদুল মাদারিস এর অধিনে অনুষ্ঠিত মারকেজি পরিক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।