ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে আল্লাহর ৯৯ নামের ভাস্কর্য উদ্বোধন

মোঃ আঃ রহিম জয় চৌধুরী,ফেনী

 

ফেনীতে আল্লাহর ৯৯ নামের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।রবিবার রাতে শহরের মিজান রোডের মাথায় এ ভাস্কর্যের উদ্ধোধন করা হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ফেনী পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য হিসেবে এটা নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করায় তিনি ফেনী পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান।