ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সকলে ব্যস্ত ইফতারি নিয়ে, পুকুরে ডুবে মরলো শিশু

দেলওয়ার হোসাইন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে রাছিব উল্লাহ তুহিন নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৬টায় উপজেলার সদর ইউনিয়নের মুরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার মোঃ আশেকের পুত্র।

জানা যায়, ওইদিন বিকেলে ইফতারের পূর্ব মূহুর্তে নানার বাড়ির পুকুরে সবার অগোচরে খেলার ছলে তুহিন পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তুহিনকে উদ্ধার করা হয়। গ্রাম পুলিশ ইলিয়াছ ও প্রতিবেশীরা তুহিনকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম। এদিকে শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।