ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি সম্পত্তি শর্ত-ভঙ্গ করায় বাড়িটি সীলগালা করলেন এসিল্যান্ড : উজ্জ্বল হোসেন

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

 

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় লীজকৃত সরকারি সম্পত্তি শর্ত-ভঙ্গ করায় দখল মুক্ত করে বাড়িটি সীলগালা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকায়।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী ২০২৪)ইং তারিখে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকছুদ চৌধুরী এর দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. উজ্জ্বল হোসেন, নগরীর কলেজ রোড এলাকায় লীজকৃত সরকারি সম্পত্তি শর্ত-ভঙ্গ করায় দখল মুক্ত করে বাড়িটি সীলগালা করে লাল নিশান টানিয়ে দেন। এ-সময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম ও পুলিশ টিম।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.উজ্জ্বল হোসেন বলেন, সরকারি জমির লিজ-ইজারার মেয়াদ শেষ হলে অবশ্যই নবায়ন করতে হবে। নবায়ন না হলে ওই জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় হলে, সরকারি জমি অবৈধভাবে দখলে রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। প্রস্তাবিত ‘সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও স্থাপনাদি (দখল পুনরুদ্ধার) আইন ২০১৯’-এর খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

তবে অবৈধ দখলদারদের শাস্তি আরও কঠোর করার দাবি জানিয়েছেন ভূমি বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা। তাদের মতে, কোটি টাকার জমি দখল করার শাস্তি লাখ টাকার জরিমানা হলে এটি কোনো কার্যকর আইন হবে না। সরকারি জমি কেউ অবৈধভাবে দখল করলে বিদ্যমান ‘গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটিজ (ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস) পজিশনস, ১৯৭০’-এর শাস্তির কোনো বিধান নেই।

শুধুমাত্র উচ্ছেদ করার খরচ নেয়া হয় দলখদারদের কাছ থেকে। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় উচ্ছেদের পর আবারও বেদখল হচ্ছে সরকারি জমি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনটি নতুন করে করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে একটি খসড়াও তৈরি হয়েছে।