ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সেহ্‌রীর পরে ভোর ৪টা ৫০ মিনিটে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।(২৬ মার্চ) সেহ্‌রীর পরে ভোর ৪টা ৫০ মিনিটে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। ওই ঘরের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের লাইন গেছে। সেহ্‌রীর পরে ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিঁড়ে ঘরের চালে পড়ে।

 

এ সময় বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘরের ভেতরে গিয়ে ফয়জুর রহমান, তার স্ত্রী শিরিন বেগম, তাদের ১৬ বছরের বড় মেয়ে সামিয়া, ১৩ বছরের মেজ মেয়ে সাবিনা ও আট বছরের ছেলে সায়েমকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

এ ছাড়া ছয় বছরের মেয়ে সোনিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।