ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চলন্ত অটোরিকশায় বিস্ফোরণ, চালক পুড়ে অঙ্গার

মোঃআমিন উল্লাহ টিপু, চন্দনাইশ :

চট্টগ্রাম: চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার বিস্ফোরণে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিজ আসনেই পুড়ে অঙ্গার হয়ে মৃত্যু হয় চালকের।

তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।চন্দনাইশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন সিএনএনবাংলা২৪কে বলেন, খবর পেয়ে একটি ইউনিট সেখানে যায়। তবে ইউনিট পৌছাবার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চালক পুড়ে অঙ্গার হয়ে গেছে।