ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে স্থানীয় ৫ পত্রিকার ডিক্লারেশন স্থগিত করেছে, জেলা প্রশাসক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় স্থানীয় পাঁচটি দৈনিক পত্রিকার ডিক্লারেশন স্থগিত করেছেন জেলা প্রশাসন।

 

সোমবার (২৫ মার্চ ২০২৪) তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সিএনএন বাংলা২৪ কে বিষয়টি নিশ্চিত করেন।

 

পত্রিকাগুলো হলো দৈনিক মাটি ও মানুষ’, ‘দৈনিক ভূ-মণ্ডল’, ‘দৈনিক ভোরের অপেক্ষা’, ‘দৈনিক উন্নয়ন সংবাদ’ ও ‘দৈনিক কালের আলো’।

 

এর মধ্যে গত ১৪ মার্চ ‘দৈনিক মাটি ও মানুষ’, ‘দৈনিক ভূ-মণ্ডল’, ‘দৈনিক ভোরের অপেক্ষা’, ‘দৈনিক উন্নয়ন সংবাদ’ এবং ১৮ মার্চ ‘দৈনিক কালের আলো’ পত্রিকার ডিক্লারেশন স্থগিত করা হয়।

 

ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, নিয়মিত না ছাপা, সম্পাদক প্রকাশকের নাম থাকা ও অন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় স্থানীয় পাঁচটি দৈনিক পত্রিকার ডিক্লারেশন স্থগিত করা হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট