ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বস্তিতে আগুন: যানজটে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট পাঠানো হলেও সেখানে গিয়ে কাজ শুরু করেছে ছয়টি ইউনিট।

 

ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ইফতারের আগে সড়কে প্রচণ্ড যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে ইউনিটগুলোর। রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার আব্দুর রহিম জানান, মহাখালীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সেখানে ১০টি ফায়ার ইউনিট পাঠানো হয়েছে। বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ইফতারের আগে সড়কে প্রচণ্ড জ্যামের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সড়কে পুলিশসহ অন্যরা দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি বের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ১০ ইউনিট ঘটনাস্থলে পাঠানোও বর্তমানে ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহনা হক জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।