ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের পরিচয়পত্র হস্তান্তর করলো ঢাকা প্রতিদিন

রোকনউদ্দিন জয়, চট্টগ্রাম:


দৈনিক ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম বিভাগে কর্মরত চট্টগ্রাম ব্যুরো ও মফস্বল সাংবাদিকদের পরিচয়পত্র হস্তান্তর করা হয়েছে। রোববার (১৮ জুন) পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী সোহাগ আরেফিন।

ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সোহাগ আরেফিন বলেন- ‘নিজেদের পেশাগত মর্যাদা সমুন্নত রেখে একটি টিম হিসাবে কাজ করলে অচিরেই ঢাকা প্রতিদিন বহুল প্রচারিত সংবাদপত্র হিসাবে পরিচিতি পাবে’।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যুরো অফিসের সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফ আহমেদ, স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল ইমন, ও ইসমাইল চৌধুরী, বান্দরবান জেলা প্রতিনিধি থোয়াই চং মারমা রনি, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এমডি সাইফ, সীতাকুন্ড প্রতিনিধি ইব্রাহিম খলিল, মিরসরাই প্রতিনিধি সালাউদ্দিন রাসেল।

পরিচয়পত্র হস্তান্তরের আগে বিভাগীয় সমন্বয়কার সোহাগ আরেফিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চট্টগ্রাম ব্যুরো প্রধানসহ প্রতিনিধিরা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: