ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় রাজাখালী মানব কল্যাণ যুব সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধ :

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী মানব কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ মার্চ) বিকেলে রাজাখালী সিকদার পাড়া ষ্টেশন সংলগ্ন সংস্থার কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন রাজাখালী বি ইউ আই কামিল( মাস্টার্স) মাদ্রাসার আবরী প্রভাষক মাওলানা শফিকুর রহমান,পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম, সমাজসেবক সাহাব উদ্দিন ও আবু তালেবসহ স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

এসময় রাজাখালী মানব কল্যাণ যুব সংস্থা ও এলাকার বিদেশে অবস্থানরত প্রবাসীদের সহায়তায় এলাকার হত দরিদ্র প্রায় ৪০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

এছাড়াও ইফতার সামগ্রী বিতরণে সংস্থার সভাপতি তাফসিরুল ইসলাম শাওয়াল,সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ আল মাদানী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সাকিব, সিনিয়র সদস্য মোহাম্মদ রুবেল,মিনহাজ উদ্দিন, আলাউদ্দিন মুরাদ, আবু ওমর মানিক উপস্থিত ছিলেন।