ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক লেখক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সালেহ আহমদ স’লিপক :

 

রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটা থেকে ২৫ ডিসেম্বর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক লেখক ফোরামের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

 

কবি ও সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে কবিতা পাঠ, গান গজল গীত পরিবেশন ও আলোচনায় অংশগ্রহণ করেন কলকাতা থেকে কবি ও গীতিকার মোঃ আল্লারাখা, বর্ধমান থেকে কবি নীতা মুখ্যাপাধ্যায়, ঢাকা থেকে কবি হাসিনা মমতাজ হাসি, কবি আফরোজা জেসমিন, আবৃত্তিশিল্পী ফারজানা আফরোজী, গাজীপুর থেকে কবি ফিরোজ আহমদ স্বপন, কবি ও গীতিকার আমজাদ হোসেন পাগলা, ফরিদপুর থেকে বাচিক শিল্পী ফরিদা সুলতানা, সিলেট থেকে কবি সুরাইয়া পারভীন লিলি, কবি সফির আহমদ কামাল, কবি নাসরিন সুলতানা, মৌলভীবাজার থেকে কবি সালেহ আহমদ (স’লিপক), ব্রাহ্মণবাড়িয়া থেকে কবি সৈয়দা শিরিন আক্তার।

 

ভিডিও কনফারেন্স এ দ্বৈত কবিতা পাঠ করেনকবি ফিরোজ আহমদ স্বপন ও ফরিদা সুলতানা। গানে অংশ নেন ফিরোজ আহমদ স্বপন ও সৈয়দা শিরিন আক্তার।