ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স‘লিপক):

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে পবিত্র এগারো শরীফ পাঠ, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ মার্চ) শহরের শাহ্ মোস্তফা সড়ক বেরীরপাড়স্থ সংগঠনের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জামালউদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম (মা.জি.আ.)।

 

ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার পরিচালনায় ও ছাত্রনেতা ওলীউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক পৌর কমিশনার এম এমদাদুল হক মিন্টু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী, হাফেজ ইলিয়াস আহমদ, পৌর শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ (স’লিপক), হাফেজ আব্দুল হামিদ, হাফেজ মোঃ আল আমিন।

 

এ সময় মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।