ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রার্থী, ভোটার, প্রশাসন ও দলের নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টায় সুষ্ঠু রামু উপজেলা নির্বাচন সম্ভব

নুর মোহাম্মদ, কক্সবাজার:

দি হাঙ্গার প্রজেক্ট এর সহায়তায় পিস ফ্যসিলিটেটর গ্রুপের সভা সম্পন্ন হয়েছে।

কক্সবাজারের রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, বিএনপি, জতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের আলেম ওলামাসহ সুশিল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, প্রার্থী, ভোটার, প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টাতে সুষ্ঠু উপজেলা নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

সভায় পিএফজি সদস্যগণের মধ্যে আলোচনা করেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, পিএফজির সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সামশুল আলম মন্ডল, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ মুসলিন হিন্দ বৌদ্ধ খৃষ্টান সম্প্রীতি পরিষদ রামু উপজেলার সভাপতি মাওলানা নুরুল হাকিম,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুল আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রামু উপজেলার সাধারণ সম্পাদক রওশন আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার সভাপতি হাফেজ আহমদ, রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অব.) মাওলানা বখতেয়ার আহমদ, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার জামাল হোছাইন, রামু বিআরডিবি’র সদস্য মুহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু, নুর মোহাম্মদ, সুজন’র সহ সভাপতি হোসনে আরা বেগম, চাকমারকুল ইউনিয়ন পরিষদ’র মহিলা সদস্য গোলজার বেগম ও মরিয়ম আক্তার, নিশাত সুলতানা মুন্নি, জালাল উদ্দিন, সালমান শাহ আবীর, শহিদুল আলম।

এছাড়াও ইয়ুথ এ্যাম্বাসেডরগণ ওই ফলো-সভায় অংশগ্রহণ করেন মোহাম্মদ ফাওয়াজ,আরিফুল ইসলাম নয়ন, রেজাউল করিম,মোহাম্মদ মোর্শেদ,জসিম উদ্দিন।

উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজির ফলো-আপ সভায় সদস্যগণ আরো বলেন উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য প্রার্থী ও ভোটারদের মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করা দরকার। এতে করে জনগণ তাদের প্রত্যাশাসমূহ প্রার্থীদের সামনে তুলে ধরার যেমন সুযোগ পাবেন, প্রার্থীরাও নির্বাচনী এলাকার উন্নয়নে তাদের কর্মপরিকল্পনা জনতার সামনে তুলে ধরতে পারবেন। ফলশ্রুতিতে উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগামীদিনের সমৃদ্ধ রামু বিনির্মাণ সহজ হবে।

এসময় রাজনৈতিক, সামাজিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।