ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া ইউকে এর পক্ষ থেকে রামাদ্বান ফুড প্যাক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া ইউকে এর পক্ষ থেকে রামাদ্বান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৮ মার্চ) মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর ইউপিস্থ ইসলামবাগে জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় হতদরিদ্র ৬৫টি পরিবারের মধ্যে রামাদ্বান ফুড প্যাক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাফেজ সৈয়দ মাজদুদ আহমেদ রাফিদ এর সভাপতিত্বে রামাদ্বান ফুড প্যাক বিতরণ পূর্ব আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের উপদেষ্টা রশিদ উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সাদিক আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার পৌরসভা প্যানেল মেয়র সৈয়দ সেলিম হক, প্রফেসর শাহ্ আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর কাউন্সিলর আয়াছ আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এছাড়াও জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতি ও সহযোগিতায় ৬৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে রামাদ্বান ফুড প্যাক বিতরণ সম্পন্ন করা হয়।