ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে চেয়ারম্যান এসোসিয়েশন

আবুল কাশেম, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন।

৩১শে জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এবং কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামালের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথ মোঃ ইয়াছিন।

 

আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:কাউছার, সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, প্রাণী সম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত, পজীব কর্মকর্তা রূপজ খীসা, কৃষি অফিসার মো: নাসিরুল আলম, সমাজসেবা অফিসার দিদার আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালামারছড়া ইউপির চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান এসএম আবু হায়দার, হোয়ানকের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী, বড় মহেশখালী ইউপির চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, ছোট মহেশখালী ইউপির চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন সিকদার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান ও আব্দুল করিম।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪