ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুট

নুর মোহাম্মদ:

কক্সবাজারের রামুতে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে তারেক হোসাইন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এসময় নগদ টাকাসহ মোবাইল লুট করেছে। সে ইদগড় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামানের পুত্র। শনিবার ৫ অাগষ্ট রাতে ইদগড়- বাইশারী সড়কের ছগিরাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ইদগড় মেডিকেল সেন্টার ও ইদগাঁহ মেডিকেল সেন্টারে ভর্তি করে। চিকিৎসা গ্রহণকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

 

অাহত ব্যাক্তির পিতা স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় ঈদগড় বাজারে জেলা পরিষদের মার্কেটের দোকান বন্ধ করে ফেরার সময় এ ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান ঈদগড়-বাইশারী সড়কে বাড়ির সামনাসামনি পৌঁছলে হঠাৎ করে একজন মুখোশ পরিহিত ব্যক্তি তারেকের ব্যহৃত মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে।

 

পরে সে মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে চলে অাসলে দুর্বৃত্তরা স্ব জোরে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করলে তারেক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার কাছে রক্ষিত টাকাসহ মুঠোফোন লুট করে পালিয়ে যায়।

 

এদিকে ঈদগড় বাজারের ব্যবসায়ীরা জানান, তারেক হোসাইন একজন মিষ্টি বাসি, নম্র, ভদ্র ও অত্যন্ত মিশুক ধরনের ছেলে।

ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে অাহত ব্যক্তির পারিবারিক সুত্রে জানা গেছে। রামু থানার ইদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্তাব্যক্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা ২৪