ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিদিনের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ও উপজেলা প্রতিনিধি সমন্বয় সভা অনুষ্ঠিত

সিএনএন বাংলা২৪,চট্টগ্রাম:

প্রতিদিনের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিদের সমন্বয় সভায় অনুষ্টিত হয়েছে । সভায় বক্তারা বলেছেন, গণমাধ্যমের চলমান এ সঙ্কটকালে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতাই কেবলমাত্র সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে পারে। দেশ, সমাজ ও জনস্বার্থমূলক কর্মকান্ডের মাধ্যমেই সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে,অক্ষুন্ন রাখতে হবে সাংবাদিকের মর্যাদা।

(১৭জুন) শনিবার সকাল ১১ টা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় নিজস্ব কার্যালয় বিভাগীয় প্রতিনিধি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগভুক্ত জেলা ও উপজেলাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো. বেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও বিভাগীয় বার্তা সম্পাদক মো. আমির হোসাইন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ’র প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মুজিব উল্ল্যাহ্ তুষার ।

এছাড়াও অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সেনবাগ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এ এইচ এম মহিউদ্দিন। বক্তারা চলমান অপসাংবাদিকতার জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে প্রকৃত সাংবাদিকতা ও জনস্বার্থমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার জন্য সাংবাদিক প্রতিনিধিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

অনুষ্ঠানে বান্দরবান প্রতিনিধি এস এম রমজান আলী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আব্দুল্রাহ মোহাম্মদ ফাহাদসহ কয়েকজন উপজেলা প্রতিনিধিও বক্তব্য রাখেন। প্রতিনিধিদের পত্রিকার আইডি কার্ড তুলে দেওয়া হয়। প্রতিনিধি সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এ এম ফাহাদ,গিয়াস উদ্দীন, আহমদ রেজা,সাংবাদিক আলমগীর রানা, মোস্তাইন বিল্লাহ, এস এম জাকির,হাসানুজ্জামান, মফিজুর রহমান,মোহারম আলী বাপ্পী,রমজান আলী,মোহাম্মদ রফিক এবাদুল,সাফিন,তারেকুল,মনির,আরিফ,দিগন্ত দেব,আবুল হাসনাত মিনহাজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: