ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে পুকুরে ডুবে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

 

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ভেসে যাওয়া পাতিল নিতে গিয়ে গত শনিবার বেলা আড়াইটার দিকে মো. ছমদুল হক (৬৩) নামের এক বৃদ্ধ পুকুরে ডুবে নিখোঁজ হন। ওইদিন স্থানীয়রা ও বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কার্যক্রম চালিয়েও ওই বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি।

 

রোববার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রামস্থ ডুবুরি দল ও বাঁশখালী ফায়ার সার্ভিস টিম যৌথ উদ্ধার কার্যক্রম চালিয়ে দীর্ঘ চৌদ্দ ঘন্টা পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুজিব কিল্লার পাশে হাজীর পাড়া সাইক্লোন সেন্টার সংলগ্ন পুকুরে। ছমদুল হক ওই এলাকার সিকদার বাড়ীর মরহুম করত আলীর পুত্র।

 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস টিম সূত্রে জানা যায়, গত শনিবার আড়াইটার সময় পুকুরে বৃদ্ধের স্ত্রী রান্নার পাতিল ধোয়ার কাজ করতে যান। এখানে একটি ডেকসি ভেসে গিয়ে পুকুরের মাঝে চলে যেতে দেখে তা উদ্ধার করতে সাঁতরে যায় বৃদ্ধ ছমদুল হক। পরে তিনি নিজেই পুকুরে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সারাদিনেও পাওয়া যায়নি।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডার নুরুল বাশার বলেন, সকালে আমরা ফায়ার সার্ভিস টিমসহ চট্টগ্রামের ডুবুরি দল যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল আটটায় বৃদ্ধকে উদ্ধার করতে সক্ষম হই। বৃদ্ধের মৃতদেহ তাদের পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪