ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ এপিবিএন-র মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

১৪ এপিবিএন-র মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপিবিএন-র সদর দপ্তরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন
১৪ এপিবিএন এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন-অর- রশীদ।

এ সময় ১৪ এপিবিএন-র সহ-অধিনায়ক, পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান ও সকল ক্যাম্প কমান্ডার, সহকারি ক্যাম্প কমান্ডারসহ অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

ওই সভায় আইজিপি-র পক্ষ হতে ভালো কাজের জন্য এপিবিএন-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যকে নগদ অর্থ প্রদান করেন ১৪ এপিবিএন-র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন-অর- রশীদ। এই সময় সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট