ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা’র শীর্ষনেতা নিহত

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে গোলাগুলিতে হোসেন মাঝি নামে আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার ১৭ নস্বর রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে। ১৪ আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে আরসা কমান্ডার হোসেন মাঝির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহত হোসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪