আবদুল রহিম জয় চৌধুরী ,ফেনী
ফেনীর দাগনভূঞা বাজারে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় পুলিশ সুপার জাকির হাসান।
ব্যালট বক্স ও পেপার রক্ষায় গুলি করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান। তিনি বলেন, ‘ব্যালট রক্ষার জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশনা দেওয়া আছে। ব্যালট কিংবা ভোটের কোনো সরঞ্জাম যদি রক্ষা করতে হয়, দুষ্কৃতিকারী বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে ওইখানকার যে প্রিসাইডিং অফিসার নির্দেশনা দিলে পুলিশ গুলিও করতে পারবে।’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন এসপি।
এ সময় জাকির হাসান বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই কারণে এবার ভোটে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।