ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে হাজী আব্দুল জলিল ও মাহমুদা খাতুন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে চার শতাধিক পরিবারে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে হাজী আব্দুল জলিল ও মাহমুদা খাতুন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে খলিরপুর ইউনিয়নের চার শতাধিক অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১০মার্চ) দুপুরে হাজী আব্দুল জলিল ও মাহমুদা খাতুন ট্রাস্ট ইউকে আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর গ্রামে ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক গৌছ আহমদ এর বাসভবনে অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ট্রাস্টের অন্যতম পরিচালক প্রভাষক জয়নাল আবেদীন বকুলের সভাপতিত্বে এবং হাজী ছাবু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণী সভায় বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক নূরুল ইসলাম, মৌলানা দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী শিরিয়া বেগম প্রমুখ।

 

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি তৈল, ৫ কেজি চাল, ১ কেজি চানা, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ।