আবুল কাসেম, মহেশখালী :
কক্সবাজার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শনিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা মহেশখালী উপজেলা ফুটবল টিম বনাম চকরিয়া উপজেলা ফুটবল টিমের মধ্যে চলে। এতে চকরিয়া উপজেলা ফুটবল টিমক ৪-২ গোলে হারিয়ে মহেশখালী উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়।
মহেশখালী টিমের অধিনায়ক ছিলেন জাতীয় তারকা ফুটবলার মনির। এই দলের গোলরক্ষক সাদী শ্রেষ্ঠ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
২২ সেপ্টেম্বর মহেশখালী টিম রামু উপজেলা টিমকে হারিয়ে সেমিফাইনালে উঠে। ২৬ সেপ্টেম্বর উখিয়া উপজেলা টিমকে ৩-১গোলে হারিয়ে নিজেদেরকে ফাইনালে খেলার অবস্থান চুড়ান্ত করে। তবে সেমিফাইনালে কিপার সাদী ক্লাব থেকে ছুটি না পাওয়ায় গোলরক্ষক হিসেবে খেলেন সাইফুল।
সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহেশখালী উপজেলা ফুটবল টিমের অধিনায়ক মনির। খেলায় উপস্থিত ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ ও উন্নয়ন) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্যদিয়ে অনুষ্ঠিত খেলায় মহেশখালী উপজেলা ফুটবল টিম চকরিয়া উপজেলা ফুটবল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।