ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে আত্মার আত্মীয় সংগঠনের নগদ টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজারে সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় সংগঠন নগদ টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে।

রবিবার (১০ মার্চ) সকালে শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নগদ টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত সেহরী ও ইফতার সামগ্রী মধ্যে রয়েছে ৫ লিটার তৈল, ২ কেজি চিনি, ২ কেজি চানা, ২ কেজি ডাল, ৮ কেজি চাউল ১ কেজি লবন, ১ প্যাকেট সেমাই ও নগদ পাঁচশত টাকা।

আত্মার আত্মীয় এর এডমিন লন্ডন প্রবাসী কাজল রশীদ তার একান্ত প্রচেষ্ঠায় আজ ১২ বছর ধরে এই গ্রুপ চলছে।

 

সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় এর কাজি আসাদুজ্জামান, সৈয়দ সাহেদ আলী, ছালিক আহমেদ, রেজাউর রহমান রেজা, সাহিদ আহমেদ, প্রবাসী স্বপন আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু, ইউকে প্রবাসী সুজা আহমেদ, ইউকে প্রবাসী মকিস মনসুর, প্রবাসী জাফর আহমেদ ফরহাদ, গিয়াস আহমেদ, মুক্তার আহমেদ, সৈয়দ মোকাম্মিল আলী প্রমুখ।

উল্লেখ্য, মৌলীভাবাজার সরকারি কলেজের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় দীর্ঘ একযুগ ধরে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে নগর টাকা, সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে।