ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বজ্রপাতে একই সময়ে নারী-পুরুষ নিহত

মুহাম্মদ হেলাল উদ্দিন:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাকারা ইউনিয়ন ও পৌরসভার পালাকাটা এলাকায় বজ্রপাতের ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র মুহাম্মদ ওসমান (৪০) ও চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার সাইফুল সওদাগরের স্ত্রী তাসলিমা বেগম (৩৬)।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে সাইফুল সওদাগরের স্ত্রী তাসলিমা বেগম পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে দক্ষিণ কাকারা গ্রামে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতের জমিতে কাজ করার সময় মোহাম্মদ হোসেনের পুত্র মুহাম্মদ ওসমান ঘটনাস্থলে নিহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, শুক্রবার সকালের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় কাকারা ইউনিয়নে একজন ও পৌরসভার পালাকাটা গ্রামে এক নারী নিহত হয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: