ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

 সিএনএন বাংলা:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে এই ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইন্নাপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ধলু ও ৭ নম্বর ওয়ার্ডের হাজমপাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে বাহারছড়ার ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ইউনিয়ন পরিষদের পশ্চিমে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন গরু-ছাগলের খামারে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন হেলাল উদ্দিন ধলু। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

একই দিন পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লাহর মৃত্যু হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, বজ্রপাতে মারা যাওয়া দু’জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট