ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার-৩ ও ৪ আসনের নৌকার প্রার্থীরা স্বতন্ত্রভীতিমুক্ত

সালেহ আহমদ স’লিপক :

 

দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের বিপরীতে সারাদেশে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮৭ জন। ব্যতিক্রম নয় মৌলভীবাজারও। কিন্তু মৌলভীবাজার-৩ ও ৪ আসনে নৌকার সাথে নেই কোনো স্বতন্ত্র প্রার্থী। এতে করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা) এবং মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে মোঃ আব্দুস শহীদ (নৌকা) স্বতন্ত্রভীতিমুক্ত রয়েছেন।

 

যদিও আসন দু’টিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচন করছেন। তবুও ভোটাররা বলাবলি করছেন, এ দু’টি আসনে অনেকটাই সহজে নির্বাচনী বৈরিতা পার হয়ে যাবেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

 

দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থিতায় চ্যালেঞ্জের মুখে পড়লেও আসন দুটিতে দলীয় ভোটে বিভক্তির সম্ভাবনা কম। এ দু’টি আসনে স্বতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী হওয়া সহজ বলে মনে করা হচ্ছে।

 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রার্থী রয়েছেন ৭ জন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর মোঃ ফাহাদ আলম (ছড়ি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আব্দুর রউফ (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবু বকর (আম), জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ (হাতুড়ি), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মোসাব্বির (মশাল) এবং বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা)।

 

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে প্রার্থী রয়েছেন ৩ জন। ইসলামী ঐক্যজোটের মোঃ আনোয়ার হোসাইন (মিনার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী (মোমবাতি) এবং বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ আব্দুস শহীদ (নৌকা)।