ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ধানবোঝাই পিকআপ উল্টে প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ধানবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- জাহিদ হোসেন (২৫) ও মো. সাজেদ মিয়া।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুফিয়া রোড ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আবুল বাশার (৫০) নামে একজন আহত হয়েছেন। তিনি মিরসরাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী সিএনএন বাংলা২৪কে বলেন, ধানবোঝাই পিকআপটি চট্টগ্রামমুখী ছিল। গাড়িটি দুর্ঘটনাস্থলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত দুজনের মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪