ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুলিবিদ্ধ নারীসহ পাঁচ রোহিঙ্গা বাংলাদেশের জলসীমায়

বিশেষ প্রতিবেদক :

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ চারজন অবস্থান নিয়েছেন।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে জেটিঘাটে এসে তারা অবস্থান নেন।

 

শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা আমাদের জেটিঘাটে এসে পৌঁছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। শুনেছি মিয়ানমারের আরাকান আর্মি ও বিদ্রোহীদের যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে এসেছেন।’

 

জেটিঘাট সংলগ্ন দোকানদার মুহাম্মদ সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা জেটিঘাটে এসে পৌঁছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ পাঁচজন রোহিঙ্গা আছে। রোহিঙ্গা নারীকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা গেছে।