নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের বাঘঘোনা এলাকায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তায়রিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের বাঘঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে।
ওই সময় ৭ হাজার পিস ইয়াবাসহ মনোয়ারুল ইসলাম (২১) ও মোহাম্মদ মুবিন নামের দুইজন ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার করে। অভিযানের বিষয়টি ১মার্চ সংবাদ মাধ্যমে জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বিজয় বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ।
মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।