ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পাঁচ বছরের অপহৃত শিশু উদ্ধার

কোহিনূর হেলাল, কক্সবাজার

কক্সবাজারের রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া এলাকার শহর আলীর শিশুপুত্র শামীম সাঈদী’কে খাবারের প্রলোভন দিয়ে তার বাড়িতে আশ্রিত রাজমিস্ত্রী রাসেল গত ১৮ ফেব্রুয়ারি রামু বাজারে নিয়ে যায়। দিন পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে অপহরণকারীরা পরিবারকে মোবাইলের মাধ্যমে জানায় শিশু শামীম সাঈদীকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবী করে। মুক্তিপণ না দিলে শিশু সাঈদীকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

 

ঘটনার পর থেকে ছেলেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ভিকটিমের বাবা রামু থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শিশু ভিকটিমকে উদ্ধারে কাজ শুরু করে র‌্যাব-১৫। ২৬ ফেব্রুয়ারী (সোমবার) রাত পৌনে একটায় রামু থানাধীন হিমছড়ি এলাকার গহীন পাহাড়ি এলাকা হতে অপহৃত শিশু শামীম সাঈদীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভিকটিমকে ফেলে রেখে অপহরণকারী রাতের অন্ধকারে গহীন পাহাড়ী এলাকায় পালিয়ে যায়।অপহরণকারী আসামী রাসেলকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।