ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ট্রাক মালিককে দেড় লক্ষা টাকা ও ২ মিষ্টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান মুন্সিগঞ্জ (প্রতিনিধি):

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলী জমির মাটি পরিবহনের দায়ে ট্রাক মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে থানা পুলিশ কর্তৃক আটককৃত তিনটি ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা। দন্ডপ্রাপ্তরা হলেন, সোহেল (২৩), আক্তারুজ্জামান (২১) ও আব্দুল মালেক (২৪)। এদিকে একই দিন বিকালে সিরাজদিখান ও নিমতলা বাজার তদারকির জন্য অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করার দায়ে একটি মিষ্টির দোকান মালিককে ১০ হাজারসহ আরো একটি দোকান মালিককে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা। বাজার তদারকীকালে প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অধিক মুনাফা লাভের চিন্তায় ক্রেতাদের না ঠকানো, মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা মুঠোফোনে জানান, ইট ভাটায় মাটি পরিবহনের দায়ে ৩ টি ট্রাকের মালিককে দেড় লক্ষ টাকা একটি মিস্টির দোকানে ১০ হাজার টাকাসহ আরো একটি দোকানে ২ হাজার টাকা জরমানা করা হয়েছে। রমজান মাস জুড়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।