ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে উখিয়া থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫’র সদস্যরা।

এসময় ওই মাদক কারবারি মঞ্জুর আলম ওরফে মঞ্জুর মিস্ত্রির নিকট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৩ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন’র বটতলীর পূর্ব ফারির বিল এলাকায় ভোরে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

বুধবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন।