ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম, সম্পাদক মিজান

বাঁশখালী প্রতিনিধি :

 

দীর্ঘ সময় পর অবশেষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৪ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের খবর জানা যায়।

 

কমিটিতে নাঈম উদ্দীন মাহফুজকে সভাপতি ও মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুইজনই বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।

 

কমিটিতে রিয়াদুল ইসলাম রণিসহ ১৯ জনকে সহসভাপতি, সাইফুল্লাহ বিন সিরাজ সানিসহ ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুল মান্নানসহ ৮ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৯ জনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।

 

উল্লেখ্য, দীর্ঘ আট বছরেরও বেশি সময় পর চলতি বছরের ২১ জানুয়ারী বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেদিন কমিটিতে পদ প্রত্যাশীদের সিভি জমা নেয়া হয়েছিল। সর্বশেষ গত বুধবার কমিটি ঘোষণা করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪