ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সৈকত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৈকতে দায়িত্বরত বিচকর্মী মো. তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পাটোয়ারটেক এলাকার উত্তর পাশের সৈকতে মাথাবিহীন মরদেহটি ভেসে আসে। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ইনানী ফাঁড়ির পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে সৈকত থেকে একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪