ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা, থাকবে কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-চট্টগ্রামসহ সারাদেশে ঈদুল আজহার দিনসহ সারা সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই সময়ে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে।

শনিবার (২৪ জুন) এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘ঈদের দিন সকালে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বিকেলে দিকে বৃষ্টি কমে যাবে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথা ভারী বৃষ্টিপাত হতে পারে।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪