ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

সিএনএন বাংলা ডেস্ক:

মহাসমাবেশের আগের দিন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই বৈঠকটি শুরু হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি গুলশানের আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বৈঠকে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সরকারি প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪