ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন টুক্কু:

নাইক্ষ্যংছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) বিকাল ৪ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় শিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ আদনান (১৫ মাস) একই এলাকার আব্দুস সাত্তারের পুত্র।

স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, শিশুটি তার মা ফাতেমা বেগমের সাথে ওইদিন নানার বাড়িতে যায়। সেখানে খেলা করার এক পর্যায়ে বৈদ্যুতিক মিটারে শকে শিশু আদনান গুরুতর আহত হয়। স্বজনরা আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪