ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

ঢাকা: সরকারি নির্দেশনার পরও তাপদাহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তাপদাহের কারণে অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সোমাবার (২৯ এপ্রিল) ঢাকাসহ ৫ জেলা এবং মঙ্গলবার (৩০ এপ্রিল) ২৭ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা রয়েছে। সরকারি সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাচ্চাদের স্কুলে যেতে বাধ্য করেছে- এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা বড় চ্যালেঞ্জ। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানছে না আমরা দেখব। যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় তাপমাত্রা অত্যাধিক সে সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরিবেশমন্ত্রী প্রকল্পসমূহের বাস্তবায়ন যথাসময়ে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।