ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের টাই-ক্যাপ প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজার সদর উপজেলার দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টাই-ক্যাপ প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) স্কুলের ক্লাসরুমে ম্যানেজিং কমিটির সভাপতি রুমেল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী।

 

সহকারী শিক্ষক আব্দুল মোতালিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর সহকারী শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, মৌলভীবাজার সদর সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার।

 

স্বাগত বক্তব্য রাখেন দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, ইউপি সদস্য কামাল আহমদ।

 

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও টাই-ক্যাপ বিতরণ করেন।