ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

সারাদেশে ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার”এই প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও’র অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার , এলজিইডি প্রকৌশলী নজুরুল ইসলাম,কৃষি অফিসার ইনামুল হক, শিক্ষাঅফিসার ত্রিরতন চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা প্রবীর দেব,পরিসংখ্যান কর্মকর্তা রীমন রুদ্র,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহা আজিজ,দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ।

 

এছাড়া উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব ও এলজিইডি সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

একই সাথে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্যে নিয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা মাধ্যমে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।