মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
এবার নতুন করে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫১ নাম্বার সীমান্ত পিলারের মাঝামাঝি স্থান দিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০মিনিটের সময় মিয়ানমারের অভ্যন্তরে থেকে ঘণ্টার মধ্যে ৪টি বড় বিকট বিস্ফোরণের শব্দে আতংক হয়ে উঠেছে সীমান্তবাসী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে যাওয়া ব্রিটিশ আমেরিকার টোব্যাকো কোম্পানির ফিল্ড অফিসার রেজাউর রহমান রেজা বলেল সীমান্ত এলাকার কাছাকাছি তাদের কোম্পানির অধীনে তামাক চাষ করেন অনেকে ঐ চাষের জমি দেখভাল করতে তাকে যেতে হয় উক্ত স্থানে,প্রতিদিনের মত বুধবার সকালে দূর্গম দোছড়ি ইউনিয়নের পাইনছড়িতে গেলে মিয়ানমার থেকে আসা এ বিস্ফোরণের বিকট শব্দে আওয়াজ শুনেন তিনি।
ওই এলাকার অনকে জানান,তারা বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত।