ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে একেকটি হোটেল যেনো মিনি পতিতালয়

রিপোর্ট: মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

 

ময়মনসিংহের বেশির ভাগ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে চলছে অবাধে জমজমাট দেহব্যবসা। এই সব দেহব্যবসায় জড়িয়ে পড়ছে বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা। অতিরিক্ত আয়ের লোভে, এমনকি গার্মেন্টস কর্মীরাও এ পেশায় জড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহ শহর এলাকায় ছোট বড় মিলে ২০টি আবাসিক হোটেল রয়েছে। এসব আবাসিক হোটেলে প্রতিদিন চার শতাধিক যৌন কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেহব্যবসা করে। রাতের বেলায় অন্য গ্রুপ এসে পরের দিন সকাল পর্যন্ত দেহব্যবসা করে নিজ নিজ গন্তব্যে চলে যায়।

এদের অনেকের অভিভাবক, স্বামী কিংবা বাবা-মা কেউ জানেন না মেয়েদের এসব বিপথগামিতা। বিভিন্ন চাকুরি বা পেশার আড়ালে এসব করে বেড়াচ্ছে তারা । আবাসিক হোটেলে অনেকেই আবার ভুয়া স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়ে কয়েক ঘন্টা অবস্থন করে চলে যায়। তাদের মধ্যে বেশির ভাগ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অন্যের স্ত্রী রয়েছে।

এসব আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল খাজাঁ , হোটেল মালেক, হোটেল হাফিজিয়া, হোটেল শরিফসহ আরও বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়,প্রতিটি আবাসিক হোটেলে রয়েছে নানা বয়সের যৌন কর্মী। হোটেল মালিকরা ফ্রি স্টাইলে পুলিশ-প্রশাসনকে ম্যানেজ করে নির্ভয়ে চালাচ্ছে এসব অসামাজিক কার্যকলাপ।

বিশেষ করে ময়মনসিংহ শহরের তাজমহল মোড়ে জেসি গুহ রোডের একেকটি আবাসিক হোটেল যেন মিনি পতিতালয়। এখানকার কমদামী হোটেলে হরদম চলছে দেহ ব্যবসা। বিভিন্ন ধরনের বর্ডাররা সাথে করে নারী নিয়ে আসে, নয়তো হোটেলের কর্মচারী বা ম্যানেজাররা জোগাড় করে দেয়।