মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহে ৫০ ফুট উঁচু একটি বিলবোর্ডে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক পাগল। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২ ফেব্রুয়ারি ২০২৪)ইং বিকেলে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিলবোর্ড থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয়, নগরীর চরপাড়া এলাকার ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে বিলবোর্ডে এক ব্যক্তি উঠে বসে আছেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে।
এক ঘণ্টার চেষ্টায় রশিতে বেঁধে তাকে জীবিত অবস্থায় নিচে নামালো হলে তিনি অজ্ঞান হয়ে যান। নামানোর পর মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জ্ঞান ফিরলে নিজে নিজেই চলে যান।